জেগে ওঠো যেতে হবে তোমাকে এখনবিক্ষুব্ধ এই সাগরের জলরাশি পাড়ি দিয়েতোমাকে পৌঁছতেই হবে।অগনন জনতা অপেক্ষার প্রহর গুনছে তোমার পথেরতোমার জ্বালাময়ী বক্তৃতা শোনার জন্যওরা সেই কবে থেকে অপেক্ষার প্রহর গুনছে।দীর্ঘ ক্ষণের কষ্টের প্রহারে ওরা প্রায়শ ক্লান্তকিন্তু তবুও দেখো ওদের হাতে রয়েছে...